নিয়ামতপুর ( নওগাঁ ) থেকে মো.ইমরান ইসলাম: নিয়ামতপুরে গলায় ফাঁস লাগিয়ে খাতিজা খাতুন (১৬) নামে ৮ম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার ২ আগষ্ট সকাল ১০টায় পরিবারের সদস্যদের অগোচরে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুশমইল সাঁকোপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ওফুদ্দিনের কন্যা। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারকে লাশ দাফনের অনুমতি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় পরিবারের অগোচরে খাতিজা খাতুন বাড়ীর দোতলা নিজ শয়ন কক্ষে তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা জানতে পারলে সাথে সাথে নিয়ামতপুর থানা পুলিশকে অবগত করেন।
পরিবার সূত্রে জানা যায়, খাতিজা খাতুন (১৬) কুশমইল আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। সে মানসিক ভারসাম্যহীন ছিল। অনেক দিন যাবত তার বিভিন্ন জায়গায় চিকিৎসা চলছিল।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, খাতিজা আত্মহত্যার ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।