ভোলা থেকে মহিউদ্দিন ভোলা : ভোলা সদর উপজেলার ২নংপূর্ব ইলিশা ইউনিয়নে প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
৭ জুলাই শনিবার ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে সকাল ৮টা থেকে ভ্যাকসিন দেয়া শুরু হয়।
মানুষ জাতীয় পরিচয় পত্র কার্ড নিয়ে নির্ধারিত টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে করোনার প্রথম ডোজ গ্রহন করেন।
ইলিশা ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো.ইউনুস।
এসময় টিকা দিতে আসা মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স দেওয়ার ব্যবস্থা করেন ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহম্মেদ হাছান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ধাপে ধাপে সকলকে টিকার আওতায় নিয়ে আনা হবে। কেউ বাদ থাকবে না এবং টিকা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।