Home First Lead চট্টগ্রামে উৎসবের আমেজে ভ্যাকসিনেশন

চট্টগ্রামে উৎসবের আমেজে ভ্যাকসিনেশন


*১৪ আগস্ট কার্যক্রম আবারও শুরু হবে

*প্রতি ওয়ার্ডে ৬০০ ডোজ টিকা দেয়া হয়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে একযোগে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে টিকা কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১২৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে টিকাদান চলে। সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে এ টিকা দেয়া হচ্ছে।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, উৎসবের আমেজে মানুষ টিকা নিচ্ছেন। কেন্দ্রে কেন্দ্রে মানুষের ভিড়। লাইনে দাঁড়িয়ে মানুষ টিকা পেতে অপেক্ষা করছে। এ সময় পুলিশকে টিকা গ্রহীতাদের সচেতন করতে দেখা যায়। যারা আগে ওয়ার্ডে গিয়ে নিবন্ধন করেছেন, তাদের টিকা দেওয়া হচ্ছে।


৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন বিজনেসটুডে২৪কে বলেন, আমি ওয়ার্ডবাসীকে টিকাদান শুরুর আগে থেকেই ওয়ার্ড অফিসে এসে নিবন্ধন করে সিরিয়াল সংগ্রহ করতে বলেছি। যারা আগে নিবন্ধন করেছেন, তারা টিকা পাচ্ছেন। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথমদিন বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের সুযোগ দেয়া হচ্ছে। ১৪ আগস্ট থেকে এ কার্যক্রম আবারও শুরু হবে।
প্রসঙ্গত, শনিবার প্রথমদিন প্রতি ওয়ার্ডে এ তিনটি কেন্দ্রে ২০০ ডোজ করে ৬০০ ডোজ টিকা দেয়া হয়েছে।