Home First Lead ওমরাহ উন্মুক্ত, সোমবার থেকে আবেদন শুরু

ওমরাহ উন্মুক্ত, সোমবার থেকে আবেদন শুরু

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেড় বছর পর ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত হলো সৌদি আরব অনুমোদিত করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেয়া মুসলমানদের জন্য। সোমবার ৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে জানায়, ওমরাহর আবেদনে সৌদি আরব অনুমোদিত করোনার টিকা গ্রহণের সনদ যুক্ত করতে হবে। সৌদির অভ্যন্তরীণ মুসল্লিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

আপাতত প্রতিমাসে ৬০ হাজার মানুষকে ওমরাহ হজের অনুমতি দেয়া হবে। পর্যায়ক্রমে তা ২০ লাখে উন্নীত করা হবে। যেসব দেশের যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ সেসব দেশ থেকে (করোনা টিকা নেয়া ) যারা ওমরাহ করতে যাবেন তাদেরকে সৌদি আরবে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সৌদি সরকার ওমরাহ হজের অনুমতি দেয়া বন্ধ করে দেয়। প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আবার উন্মুক্ত করা হলো। ২০২০ এবং ২০২১ সালে হজ প্রতিপালনও ছিল একেবারে সীমিত।

সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৩২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৩০০ জনের বেশি।