Home অন্যান্য ১৩০০ কিমি ঘুরে ফিরছে চিনের সেই হাতির পাল

১৩০০ কিমি ঘুরে ফিরছে চিনের সেই হাতির পাল

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঘরের বন্ধন, টান কী, জানে সংসারী মানুষ। প্রাণী জগতেও কি একই অনুভূতি কাজ করে? গত ডিসেম্বরে চিনের ইউনান প্রদেশের পুয়ের সিটির প্রাকৃতিক সংরক্ষিত জোন থেকে পালিয়ে বহু পথ ঘুরে অবশেষে ঠিক সেখানেই ফিরছে ১৪টি বুনো হাতির পাল। দীর্ঘ কয়েক মাসের যাত্রা শেষ হতে  চলেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ১৩০০ কিমি রাস্তা ঘুরে তারা নিজেদের দক্ষিণ পশ্চিমের ডেরার দিকেই এগচ্ছে। ইউয়ান নদীর ওপরের সেতু নিরাপদে পেরিয়েছে দলটি। তীরে এসে যাতে তরী না ডোবে, অর্থাত্ বুনো হাতির পাল যাতে পথ ভুলে অন্য কোথাও ছিটকে না যায়, ঠিকঠাক রাস্তা চিনে গন্তব্যে পৌঁছয়, তা নিশ্চিত  করতে একটি জরুরি ভিত্তিতে কমিটি গড়া হয়েছে। কমিটি ইলেকট্রিক ফেন্স, কৃত্রিম রাস্তা, টোপ কাজে লাগিয়ে নিশ্চিত করতে চেয়েছে যে, দলটা ঠিক পথেই এগবে।

After months of roaming across China's Yunnan province, a herd of 14 elephants has finally returned to their protective habitat, according to wildlife protection officials. pic.twitter.com/k4uzZ6o0a9 — NowThis (@nowthisnews) August 10, 2021

রবিবার পর্যন্ত হাতির পাল সংরক্ষিত ডেরা থেকে আনুমানিক ২০০ কিমি  দূরে ছিল বলে খবর।

ঘর পালানো হাতির দলটিকে নিয়ে গোটা দুনিয়ার কৌতূহলের অন্ত ছিল না। তাদের সার বেঁধে যাত্রার ড্রোনে তোলা ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  জিয়াং প্রদেশের এক গ্রামের বাইরে জঙ্গলে ওদের ঘুমিয়ে পড়ার ছবি ড্রোনে ধরা পড়ে। তারপর ৪১০ জনের বেশি ইমার্জেন্সি কর্মী, সাড়ে ৩০০র বেশি গাড়ি, ১৪টি ড্রোন মোতায়েন করে ওদের গতিবিধির ওপর নিয়মিত নজরদারি চলে। ওদের শেষ পর্যন্ত নিরাপদ ডেরায় ফিরে চলার খবরে প্রবল উচ্ছ্বাস নেট দুনিয়ায়।  দেখুন সেই প্রতিক্রিয়া।

I'm relieved and happy they've returned to their habitat safely. — Bill Wong (@ten24get) August 10, 2021

Finally!!! There’s really no place like home. — ventot (@goddessven) August 10, 2021

Maybe it was their summer vacation trip?There's no place like home — Burnell Brown (@burnell_brown) August 10, 2021