Home আন্তর্জাতিক ভারতকে তালিবানের হুঁশিয়ারি

ভারতকে তালিবানের হুঁশিয়ারি

বিজনেসটুডে২৪ ডেস্ক

আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালিবান। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি। তবে ভারত যদি আফগানিস্তানকে সাহায্য করার জন্য সেনা পাঠায় তা হলে ভাল হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিল তালেবান। শনিবার (১৪ আগস্ট) এসব জানিয়েছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, তালিবান মুখপাত্র সুহেল শাহীন বলেন, ‘সেনার ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন? যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে। তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।তবে সেই সঙ্গে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহীন। তিনি বলেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার আমরা প্রশংসা করছি।