রাজবাড়ী: স্থানীয় ব্যক্তিবর্গ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলশাদ বেগম।
বুধবার (১৮ আগস্ট) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসনাত আল মতিন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।
এ মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন আইন-শৃঙ্খলা সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং আলোচনা শেষে অসহায় গরীবদের মাঝে ত্রাণ বিতর ও গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক দিলশাদ বেগম।
-সংবাদদাতা