Home First Lead সিআরবি রক্ষায় বৃহস্পতিবার থেকে গণস্বাক্ষর অভিযান

সিআরবি রক্ষায় বৃহস্পতিবার থেকে গণস্বাক্ষর অভিযান

সিআরবি ধ্বংস হলে চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হবে- সমাবেশে বক্তারা

সিআরবির মতো প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। জীব বৈচিত্র্য ধ্বংস হবে। চট্টগ্রামবাসীর জন্য উন্মুক্ত কোন পরিবেশ থাকবে না। সিআরবি তার প্রাকৃতিক পরিবেশ হারাবে। তাই হাসপাতাল যদি হতেই হয়, তা হতে হবে সিআরবির বাইরে, অন্য কোথাও।

নাগরিক সমাজ, চট্টগ্রামের ধারাবাহিক অবস্থান কর্মসূচিতে আলোচকবৃন্দ এ কথা বলেন।

তাঁরা বলেন, চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হলে বাংলাদেশের হৎপিন্ড চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হবে। চট্টগ্রাম মৃত নগরীতে পরিণত হলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তাই যেকোন মূল্যে চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। বক্তারা অরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আব্দুর রবের কবরকে যারা বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করতে চায় তারা স্বাধীনতা বিরোধী রাজাকারের প্রেতাত্মা। এরা বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের সাথে জনগনের দূরত্ব সৃষ্টি করতে চায়। এদের কোনভাবেই ছাড় দেওয়া যাবেনা।
নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব বিশিষ্ট আইনজীবি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার কবি ও প্রকাশক শাহ আলম নিপু, চবি এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা কবি কামরুল হাসান হারুণ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী, নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব বিশিষ্ট আবৃত্তি মিল্পী রাশেদ হাসান, কৃষক নেতা হুমায়ুন কবীর মাসুদ প্রমুখ।
সংহতি প্রকাশ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান চৌধুরী,  বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নারী উদ্যোক্তা সাহেলা আবেদীন রীমা, নারী নেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফা মিনু মিত্র, যুব নেতা শিবু প্রসাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা,তাপস দে পাপ্পু, মাহমুদুল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক মো. আইয়ূব, সাজ্জাত হোসেন জাফর প্রমুখ।
সমাবেশ থেকে সিআরবি হেরিটেজ রক্ষায় কালধারা পরিষদের উদ্যোগে প্রকাশিত বুলেটিনের মোড়ক উন্মোচন করা হয়। বুলেটিনটি প্রকাশ করেছেন কবি শাহ আলম নিপু। সমাবেশে তিনি বলেন, প্রতি সপ্তাহে সিআরবি রক্ষা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে একটি করে বুলেটিন প্রকাশিত হবে। বুলেটিনটি সম্পাদনা করেছেন মুহাম্মদ নিযামুদ্দীন, তৈৗফিকুল ইসলাম চৌধুরী ও আলী মনসুর।

গণস্বাক্ষর অভিযান

সিআরবি রক্ষার আন্দোলনে জন সম্পৃক্ততা বাড়াতে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে গণ স্বাক্ষর অভিযান। বিকেল সাড়ে তিনটায় বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম সেন সিআরবিতে স্বাক্ষর করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। এসময় চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। -সংবাদ বিজ্ঞপ্তি