Home Second Lead  কন্টেইনার ব্যবস্থাপনায় শীর্ষ অবস্থান অটুট সাংহাইয়ের

 কন্টেইনার ব্যবস্থাপনায় শীর্ষ অবস্থান অটুট সাংহাইয়ের

ছবি: সংগৃহীত

 

বিজনেজটুডে২৪ প্রতিনিধি,

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় ও ব্যস্ততম সমুদ্রবন্দর সাংহাই কন্টেইনার হ্যান্ডলিংয়ে ২০১৯ সালেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এ সময়ে হ্যান্ডলিং হয়েছে ৪৩ মিলিয়ন৩০ হাজার টিইইউস। ২০১৮ সালের তুলনায় প্রবৃদ্ধি ৩ শতাংশের বেশি। ২০২০ সালে বন্দরটিকে বিশ্বে সমুদ্রপথের প্রধান আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বন্দরটি  এগিয়েছে।

কর্মব্যস্ত সাংহাই বন্দর। ছবি: সংগৃহীত

পৃথিবীর অন্তত ৫০০ বন্দরের সাথে সাংহাই সরাসরি সংযুক্ত। প্রতিবছর ৫৫০ মিলিয়ন টনের বেশি কার্গো হ্যান্ডলিং হয় এখানে। এই বন্দরের মিনিটের দাম আমাদের কয়েক মিলিয়ন টাকার সমান।

সাংহাই ২০১০ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে  ছাড়িয়ে যায় সিঙাপুরকে। সে বছরে হ্যান্ডলিং করে ২৯ মিলিয়ন টিইইউস। ২০১৪ সালে করে ৩৫ মিলিয়ন টিইইউস।

কন্টেইনার হ্যান্ডলিংয়ে সেরা এক শ’ বন্দরের তালিকায় শীর্ষে সাংহাই। মেরিটাইম ওয়ার্ল্ডে জনপ্রিয়  ‘লয়েনডস লিস্ট’ প্রতিবছর তাদের ওয়েবসাইটে শীর্ষ এক শ’ বন্দরের তালিকা প্রকাশ করে।

২০১৯ সালে প্রকাশিত  তালিকায়ও শীর্ষ অবস্থানে সাংহাই। পরবর্তী অবস্থানে সিঙাপুর।

৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে চট্টগ্রাম বন্দর এই তালিকায়। ২০১৯ সালে চট্টগ্রাম বন্দর ৩ মিলিয়ন টিইইউসের বেশি হ্যান্ডলিং করেছে।

বেসরকারি সংস্থা সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপ পরিচালনা করে সাংহাই বন্দর। ২০০৩ সালে সংস্থাটি দায়িত্ব গ্রহণ করে বন্দর কর্তৃপক্ষের কাছে থেকে।