লিওনেল মেসিকে যেমন আর এমএল টেন বলা যাবে না, কারণ তিনি পিএসজি-তে খেলবেন ৩০ নম্বর জার্সি পরে। একইভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নম্বরেও বদল ঘটবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।
এমনিতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্ব বাজারে সিআর সেভেন তকমা বিপননের ব্র্যান্ড হিসেবে মানা হয়ে থাকে। কিন্তু ১২ বছর পরে পুরনো ক্লাবে এসে তাঁর পুনরাভিষেক হবে নয়া জার্সিতে। তেমনই আভাস পাওয়া গিয়েছে।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নয়া মরসুমে আর ‘সিআর সেভেন’ থাকতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার। দীর্ঘ এক দশকের বেশি সময় পর হয়তো নতুন কোনও জার্সি নম্বর খুঁজে নিতে হবে রোনালদোকে। কেননা ম্যান ইউ-তে ৭ নম্বর জার্সিটি এখন ফাঁকা নেই। এক্ষেত্রে প্রিমিয়ার লিগের নিয়ম কড়া।
বর্তমানে ইউনাইটেডের ৭ নম্বর জার্সিটি পরেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তাঁকে ২০২১-২২ মরসুমের পুরোটাই ৭ নম্বর জার্সি পরে খেলতে হবে। কেননা এ জার্সি নম্বরের পরিপ্রেক্ষিতে তাঁর নাম রেজিস্ট্রেশন রয়েছে। রোনাল্ডোকে অন্য নম্বর পরে খেলতে হবে।
বর্তমানে ক্লাবটির ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩ ও ৩৫ নম্বর জার্সি খালি রয়েছে। এগুলোর মধ্যে যে কোনও একটিই হয়তো বেছে নিতে হবে পর্তুগিজ তারকাকে।
অবশ্য একটি সুযোগ থাকছে তাঁর জন্য। ফ্রান্সের লিগ ওয়ানে লিওনেল মেসির জন্য জার্সির নিয়মে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। মেসিকে দেওয়া হয়েছে গোলরক্ষকদের জন্য বরাদ্দের জার্সি। তেমনিভাবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও যদি নিয়মে পরিবর্তন আনে, তাহলে হয়তো ৭ নম্বর জার্সি পেতে পারেন রোনাল্ডো।
এছাড়াও চলতি দলবদলের মরসুমে বাকি রয়েছে আরও তিনদিন। মঙ্গলবার বন্ধ হবে ফিফা ট্রান্সফার উইন্ডো। তিনদিনের মধ্যে যদি কাভানিকে বিক্রি করে দেয় ম্যান ইউনাইটেড, তাহলে ফাঁকা হয়ে যাবে ৭ নম্বর জার্সি এবং সেটি পেয়ে যাবেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কাভানিকে বিক্রির কোনও ইচ্ছে নেই ম্যান ইউ-র।-বিজনেসটুডে২৪ ডেস্ক