Home First Lead বাংলাদেশের প্রধান বাণিজ্যিক সহযোগী দেশ হওয়া উচিত ভারতের: দোরাইস্বামী

বাংলাদেশের প্রধান বাণিজ্যিক সহযোগী দেশ হওয়া উচিত ভারতের: দোরাইস্বামী

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মনে করেন, বাংলাদেশের প্রধান বাণিজ্যিক সহযোগী দেশ হওয়া উচিত ভারতের। তা ইতিহাস, সংস্কৃতি কিংবা ভৌগোলিক অবস্থানগত কারণেই।

তিনি বলেন, “যে কোনো সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে এক সাথে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি ও উন্নতির করার ওপর। উন্নত দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে তাকালে আমরা এটাই দেখতে পাই।”

রবিবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের নিয়ে গুলশানে ভারতীয় দূতাবাসে এক আলোচনা অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচনের গুরুত্ব তুলে ধরেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে এখন ভারতের তিন বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ থাকার তথ্য উল্লেখ করে বলেন, “এটা মোটেও যথেষ্ট নয়। এই বিনিয়োগ আরও অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগ-সম্ভাবনা দুটোই রয়েছে।”

যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড, পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, বিশেষ করে অবকাঠামো খাতে বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে বলেও মনে করেন ভারতীয় হাইকমিশনার।

আলোচনা অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যের নানা দিক নিয়ে উপস্থাপনা দেন হাই কমিশনের কমার্শিয়াল অফিসার প্রামায়েশ বাসাল। তিনি বলেন, বিডার তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৫৫ বিলিয়ন। এখনো বাংলাদেশ ভারতের কোম্পানিগুলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে যৌথভাবে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য চুক্তি করে রেখেছে। বর্তমানে ৩৫৫টি ভারতীয় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে জানিয়ে বাসাল বলেন, মোংলা ও মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলগুলো চূড়ান্তভাবে উৎপাদনে যাওয়ার মানে হচ্ছে আরও বেশি ভারতীয় কোম্পানি এখানে বিনিয়োগ নিয়ে যুক্ত হওয়া।

সাম্প্রতিক সময়ে রেল, স্থলবন্দর, নদীবন্দর ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সব সম্ভাবনা কাজে লাগালে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৮২ শতাংশ এবং বাংলাদেশে ভারতের রপ্তানি ১২৬ শতাংশ বাড়তে পারে।

“যোগাযোগ ব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নতি করতে পারলে ভারতে বাংলাদেশের বিনিয়োগ ২৯৭ শতাংশ এবং বাংলাদেশে ভারতের বিনিয়োগ ১৭২ শতাংশে উন্নীত করা সম্ভব।”

অনুষ্ঠানে দুই দেশের রেল যোগাযোগের প্রাচীন পর্ব, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা করেন হাই কমিশনের রেলওয়ে উপদেষ্টা আনিতা বারিক।