Home Second Lead আখাউড়া স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আসছে

আখাউড়া স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আসছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হলো পেঁয়াজ। প্রথমবারের মত আমদানি হওয়া পেঁয়াজের চালানে ছিল দুই হাজার তেইশ মেট্রিক টন পাঁচ শ’ কেজি ।

সাধারণত আগরতলা দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়। আমদানি তেমন হয় না এই পথে।

ত্রিপুরা চেম্বার সভাপতি এমেএল দেবনাথ জানান, ত্রিপুরারা রাজধানী আগরতলার সাথে ভারতের রাজগুলোর যোগাযোগ সহজ হয়েছে। আগের তুলনায় কম খরচে ও সময়ে এখানে বিভিন্ন রাজ্য থেকে পণ্য আসছে। আর সেই সুযোগ নিচ্ছেন আগরতলার রপ্তানিকারকরা। বাংলাদেশ ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করে। পরীক্ষামূলকভাবে আগরতলা হয়ে পেঁয়াজের প্রথম চালান গেল। উত্তর প্রদেশ থেকে রেলপথে এই পেঁয়াজ আগরতলা এসেছে। দু’দেশের ব্যবসায়ীরা এখন হিসেব নিকেশ করে পরবর্তী উদ্যোগ নেবে।