Home রেমিটেন্স যোদ্ধাদের খবর হয়রানিতে নাজেহাল প্রবাসীরা, আমিরাতে অভিযোগ

হয়রানিতে নাজেহাল প্রবাসীরা, আমিরাতে অভিযোগ

ছবি সংগৃহীত

রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় জোগান দিচ্ছে। সরকারও প্রবাসীবান্ধব, অথচ প্রবাসীরা দেশে নানাভাবে নাজেহাল হচ্ছেন। অনেক সময় এর পরিত্রাণ চেয়েও সমাধান পান না।

এসব অভিযোগে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা ইউএই।

আবুধাবিতে গত বুধবার (১৫ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তদন্তসাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইউএই বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ তারেক, সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্নাসহ গণমাধ্যমকর্মীরা।