বিজনেসটুডে২৪ ডেস্ক
তালিবানকে মিত্র ভেবে তাদের আফগানিস্তানের সব গোষ্ঠী, সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সার্বিক সরকার গঠনের পরামর্শ দিয়েছিলেন ইমরান খান )। তালিবান শুধু যে তাঁর সেই পরামর্শ পত্রপাঠ খারিজ করেছে, তাই-ই নয়, তার চেয়েও মারাত্মক কাণ্ড করল তারা, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখে চুনকালি লেপে দিয়েছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন তোরখাম শহরে পাকিস্তান থেকে ত্রাণসাহায্য নিয়ে যাওয়া ট্রাকে লাগানো পাকিস্তানি পতাকা খুলে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তালিবান জঙ্গিরা।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য পাকিস্তানের পাঠানো ত্রাণসামগ্রী বহনকারী ট্রাক থামিয়ে পাকিস্তানি পতাকা খুলে নিচ্ছে তারা। সেটি ছিঁড়ে ফেলে তাদের কয়েকজন “নারা ই তকবীর, আল্লাহু আকবর” স্লোগান দিচ্ছে। একজনকে আবার বলতে শোনা যাচ্ছে,পতাকাটা পুড়িয়ে ফেললেই তো হয়!
তালিবানের প্রত্যাবর্তনের পর প্রবল মানবিক সঙ্কট চলছে আফগানিস্তানে। ভারত, রাষ্ট্রপুঞ্জ সহ একাধিক পশ্চিমী দেশ মানবিকতার খাতিরে ত্রাণসামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। রবিবার পাকিস্তান তোরখাম সীমান্ত দিয়ে ত্রাণসাহায্য পাঠানো শুরু করেছে। আটা, ময়দা, রান্নার তেল,চিনি, চাল,ডাল সহ খাদ্যসামগ্রী নিয়ে ১৩টি ট্রাক গিয়েছে আফগানিস্তানে। আরও ৪টি ট্রাকের যাওয়ার কথা শীঘ্রই।
কিন্তু ইমরান যে ধরনের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, সেটা তালিবানের পছন্দ হয়নি। গতকালই তালিবান নেতা মহম্মদ মোবিন স্পষ্ট জানিয়ে দেন,আমরা কাউকে সবাইকে সামিল করে সরকার গঠনের পরামর্শ দেওয়ার অধিকার দিইনি। আফগানিস্তানের নিজের স্বাধীনতা আছে। সম্ভবতঃ ইমরানের প্রস্তাবে তালিবানের ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে ট্রাক থেকে পাকিস্তানের পতাকা খুলে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনায়।
তালিবান কিন্তু প্রথমে সবাইকে সঙ্গে নিয়ে সরকার গঠনের কথাই বলেছিল। কিন্তু গত ৭ সেপ্টেম্বর তারা অন্তর্বর্তী সরকার ঘোষণা করে, যার মাথায় আছেন তালিবানের রেহবারি সুরা মোল্লা মহম্মদ হাসান আখুন্দ এবং সেই মন্ত্রিসভার সব সদস্যই পুরুষ!