চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পাইলিংয়ের বালি মিশ্রিত কাদা পানি নালায় ফেলার কারণে নালা ভরাট হয়ে স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সিপিডিএল আবাসন প্রকল্পের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা ও সিজিএস কলোনী সংলগ্ন এম জামান এন্ড কোম্পানীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।-সংবাদ বিজ্ঞপ্তি