বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চলতি অক্টোবর মাসে পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮তম। গত জুলাইয়ে এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬তম অবস্থানে।
অর্থাৎ বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে শক্তিশালী পাসপোর্টের তালিকায়। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এবারের হেনলি পাসপোর্টের সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং ১১৬তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
তালিকায় বাংলাদেশের পরই রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। ভিসা ছাড়া ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন দেশটির নাগরিকরা।
বাংলাদেশের ঠিক আগে ১০৭তম অবস্থানে রয়েছে সুদান, শ্রীলঙ্কা, লেবানন ও ইরান। তালিকায় মালদ্বীপের অবস্থান ৬৬তম, ভারত ৯০তম, ভুটান ৯৬তম ও মিয়ানমার ১০২তম অবস্থানে রয়েছে।
এবার সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। জাপানের সঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন।
হেনলির তালিকায় এবার যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।