বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পোলট্রি শিল্পের কাঁচামাল সয়ামিলের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। তাতে দাম বেড়ে গেছে অস্বাভাবিক। এ প্রেক্ষাপটে সয়ামিল রপ্তানি বন্ধ, সিন্ডিকেট থেকে প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা ও জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম।
শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) হলরুমে বাংলাদেশ এসএমই ফোরামের সহযোগিতায় ১১ দফা দাবি জানিয়ে বলা হয়, দেশের সিংহভাগ মাংসের চাহিদা পূরণ করছে পোল্ট্রি শিল্প। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সোয়া কোটি মানুষ নিয়োজিত। কিন্তু এ শিল্পের অন্যতম কাঁচামাল সয়ামিলের দাম সিন্ডিকেটের মাধ্যমে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। বাচ্চার দামও বেড়েছে কয়েকগুণ। কিন্তু ডিম ও মাংসের দাম খামারী পর্যায়ে সেভাবে বৃদ্ধি পায়নি। দেশের লাখ লাখ প্রান্তিক খামারি কোটি কোটি টাকা লোকসানে পড়েছেন।
তা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন দাবি জানানো হয়েছে সরকারের সংশ্লিষ্টদের কাছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- পোল্ট্রি ফিড ও বাচ্চার অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ করা। উৎপাদিত মুরগি ও ডিমের মূল্য নির্ধারণে খামারীদের সুযোগ দেওয়া। সহজ শর্তে ব্যাংক লোন ও প্রণোদনার ব্যবস্থা করা, কাঁচামাল সয়ামিল রপ্তানি বন্ধ করা, দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন, এ খাতকে সিন্ডিকেট মুক্ত করা। খামারীদের আর্থিক ও জীবনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনার দাবি করা হয়।
বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষি মামুন, অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. শেখ মহ. রেজাউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী, ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।