বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকার বিপরীতে ডলারের দাম নিম্নমুখী হয়েছে। তবে, ভোক্তা পর্যায়ে দর কমেনি।
প্রায় বছর খানেক ধরে ডলারের দর ৮৪ দশমিক ৮০ টাকায় স্থির থাকার পর দর বাড়তে শুরু করেছে। গত ২৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিবরণী প্রকাশের পর থেকে ডলারের দর একটু একটু করে বাড়তে থাকে। সেই ধারা একটানা অব্যাহত ছিল গত বুধবার পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক মুদ্রাবিনিময় হার-সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২ আগস্ট ডলার বিনিময় হয়েছে ৮৪.৮১ টাকায়। যা আগের দিনের তুলনায় ১ পয়সা বেশি। একটানা বেড়ে গত বুধবার ছিল ৮৫.৬৫ টাকা। আড়াই মাস সময়ে কেবল বেড়েছে দর। এ সময়ে ডলারের দর বেড়েছে ৮৫ পয়সা। বৃহস্পতিবার প্রথমবারের মত ৫ পয়সা কমেছে। ৮৫.৬০ টাকায় লেনদেন হয়েছে আন্তঃ ব্যাংকে।
কিন্তু ভোক্তা পর্যায়ে আগের দর ছিল বহাল। আমদানি-রপ্তানিতে বিভিন্ন ব্যাংক প্রায় ৮৬ টাকা দরে বিক্রি করেছে ডলার।
গত বছরের জুন মাস থেকেই রেমিট্যান্স কমতে শুরু করে। অপরদিকে, বিধিনিষেধ তুলে নেওয়ার পর বৈদেশিক বাণিজ্যে গতি এলে বাজারে ডলারের চাহিদা বাড়তে থাকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে বাড়তি চাহিদা পূরণের জন্য ডলার সরবরাহ শুরু করে। চলতি ২০২১-২২ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ১১২ কোটি ডলারের বেশি জোগান দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। অথচ গত অর্থবছরের কোনো ডলার বিক্রি করতে হয়নি, উল্টো ব্যাংকগুলোর অতিরিক্ত ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া ডলারের দর বাড়ার বড় কারণ। তাছাড়া রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় আমদানি প্রবৃদ্ধির হার বেশি থাকায় ডলারের বিক্রি বেড়েছে।