Home ব্যবসায়ী সংগঠন বিসিএমএ:আলমগীর প্রেসিডেন্ট, শহীদুল্লাহ ও জহির ভাইস-প্রেসিডেন্ট

বিসিএমএ:আলমগীর প্রেসিডেন্ট, শহীদুল্লাহ ও জহির ভাইস-প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট আলমগীর কবির, ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ ও জহির উদ্দিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)’-এর ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের কার্যকরি কমিটির নির্বাচন গত শনিবার সংগঠন কার্যালয়ে সম্পন্ন হয়।

এম আই সিমেন্ট ফ্যাক্টরির (ক্রাউন সিমেন্ট) ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির প্রেসিডেন্ট পদে পুন: নির্বাচিত হয়েছেন। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত এম আই সিমেন্ট ফ্যাক্টরির ভাইস  চেয়ারম্যান, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান ও প্রিমিয়ার সিমেন্টের পরিচালক।

২০তম বার্ষিক সাধারণ সভায় তাকে ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের জন্য বিসিএমএ কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায়  মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ প্রথম ভাইস প্রেসিডেন্ট ও কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।

কমিটির অন্যরা হলেন কোষাধ্যক্ষ ফয়জুর রহমান বকুল (নোয়াপাড়া সিমেন্ট), নির্বাহী সদস্যবৃন্দ: মো.  আমিরুল হক (প্রিমিয়ার সিমেন্ট), আবদুল খালেক পারভেজ (ডায়মন্ড সিমেন্ট), মো. মনোয়ার হোসেন (আনোয়ার সিমেন্ট), মো.  খোরশেদ আলম (ইউনিক সিমেন্ট), আশরাফুল আমিন বাদল (হেইডেলবার্গ সিমেন্ট), খন্দকার কিংশুক হোসেন (বসুন্ধরা সিমেন্ট), সাইফ রহমান (সেভেন রিংস সিমেন্ট), আসাদুল হক সুফিয়ানি (বেঙ্গল সিমেন্ট), মাহমুদ হাসান (সিয়াম সিটি সিমেন্ট) ও খায়রুল আলম (শাহ সিমেন্ট)।