Home সারাদেশ ই-কমার্স আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার ৪

ই-কমার্স আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার ৪

আদিয়ানের সিইওসহ গ্রেপ্তারকৃতরা। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুষ্টিয়া: চুয়াডাঙ্গায় ৭ কোটি আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের সিইও জুবায়ের সিদ্দিকী মানিকসহ চার কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। তারা পণ্য সরবরাহের নামে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেয়। 

শুক্রবার প্রতারণা শিকার আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে। 

শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ (সিপিসি২) র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, শুক্রবার মধ্যরাতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটের দিকে র‌্যাব-৬-এর (গাংনী) একটি চৌকস দল খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে।