বিজনেসটুডে২৪ প্রতিনিধি
যশোর: ভারত থেকে ফেরত কয়েক শ’ যাত্রী আটকা পড়েছে বেনাপোলে। আকস্মিক পরিবহন ধর্মঘটে তারা গন্তব্যে ফিরতে পারছে না।
আটকে পড়া যাত্রীদের অধিকাংশ চিকিৎসাশেষে দেশে ফিরেছেন। এপারে এসে তারা জানতে পারেন পরিবহন ধর্মঘটের কথা। জ্বালানির দর বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।ভারত ফেরত কেউ কেউ এ অবস্থায় বিকল্প পথে গন্তব্যে ফিরছেন। কেউ কেউ আবাসিক হোটেলে উঠেছেন। অনেকের কাছে অতিরিক্ত টাকাকড়ি নেই। তারা অবস্থান করছেন বাস কাউন্টারে।
ডিজেলের মূল্য বৃদ্ধি করায় বৃহস্পতিবার রাতে যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল থেকে কোনো গণপরিবহন বা পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি।