Home অন্যান্য সুন্দরবনে খালপাড় থেকে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনে খালপাড় থেকে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনে উদ্ধার করা মরা বাঘ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সাতক্ষীরা:সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে রাজাখালী খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। জেলেদের কাছ থেকে সংবাদ পেয়ে উদ্ধার করা হয়েছে এটাকে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। তিনি খবর পেয়েই উদ্ধারের জন্য জঙ্গলে ঢুকে পড়েন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বয়স হওয়ার কারণে বাঘটি মারা যেতে পারে। খুলনা থেকে ফরেনসিক টিম আসছে। তাদের  ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর যথাযথ কারণ উদ্‌ঘাটিত হবে।

বুড়ি গোয়ালিনী স্টেশনের অফিসার-এসও সুলতান আহমেদ জানান, সোমবার ভোররাতে চুনকুড়ি এলাকায় রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে নীলডুমুরে নিয়ে আসা হয়েছে।