Home আন্তর্জাতিক পাকিস্তানের হাতে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ, চিন্তার ভাঁজ পড়তে পারে দিল্লির কপালে

পাকিস্তানের হাতে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ, চিন্তার ভাঁজ পড়তে পারে দিল্লির কপালে

ছবি সংগৃহীত

পিএনএস তুঘ্রিল: আকারে সবচেয়ে বড় রণকৌশলও সবচেয়ে উন্নত

বিজনেসটুডে২৪ ডেস্ক

চিন থেকে সবচেয়ে বড় আর সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজটি এসে গেছে পাকিস্তানের হাতে, সূত্রের খবরে সম্প্রতি তেমনটাই জানা গেছে। জানা যাচ্ছে, এযাবৎকাল ধরে বেজিং যত যুদ্ধজাহাজ রফতানি করেছে, তার মধ্যে এই জাহাজটিই আকারে সবচেয়ে বড় আর রণকৌশলও সবচেয়ে উন্নত।

চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন লিমিটেড কোম্পানি এই যুদ্ধজাহাজের নকশা করেছে। জাহাজটির নাম পিএনএস তুঘ্রিল। সাংহাইয়ের এক অনুষ্ঠানে পাক নৌসেনার হাতে এই ভয়ঙ্কর জাহাজ তুলে দিয়েছে বেজিং। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এই তথ্য পাঠিয়েছে পাকিস্তানের নৌ-বাহিনী।

তারা জানিয়েছে, পিএনএস তুঘ্রিল পাক নৌসেনার জন্য চিনের বানানো চারটি ০৫৪ টাইপ ফ্রিগেটের মধ্যে প্রথম। প্রযুক্তির দিক থেকে এই জাহাজ খুবই উন্নত। জল থেকে জলে কিংবা জল থেকে স্থলেও এই জাহাজ অত্যন্ত কার্যকরী। এতে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর স্টেট অফ দ্য আর্ট কমব্যাট ম্যানেজমেন্ট। এছাড়া এই যুদ্ধজাহাজের আত্মরক্ষার পদ্ধতিও খুবই আধুনিক।

পাকিস্তানের হাতে চিন থেকে এমন একটি শক্তিশালী যুদ্ধজাহাজ এসে পড়ায় চিন্তার ভাঁজ পড়তেই পারে নয়াদিল্লির কপালেও। এই জাহাজ সীমান্ত এলাকায় মোতায়েন করলে শত্রুপক্ষকে চাপে রাখা যাবে বলে মনে করছে পাক-বাহিনী।