চেন্নাই: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাডু। গত কয়েকদিনে বৃষ্টির জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪। এদিকে, বাঁধের জল ছাড়া শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জলের তলায় চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। এর জেরে সাতটি সাবওয়ে এবং আটটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ইতিমধ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুততার সঙ্গে জল বের করার কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও। বেশ কয়েকটি জায়গায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক