Home অন্যান্য ২০৩০ সালের মধ্যে প.বঙ্গ তলিয়ে যাবে পানির নিচে

২০৩০ সালের মধ্যে প.বঙ্গ তলিয়ে যাবে পানির নিচে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

এক মার্কিন সংস্থার গবেষণায় উঠে আসলো চমকে দেওয়ার মতন তথ্য। ক্লাইমেট চেঞ্জ নামের ওই সংস্থার দাবি, ২০৩০ সালের মধ্যেই পানির নিচে চলে যেতে পারে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলি। ওই সংস্থা আরও দাবি করেছে, কলকাতা, মুম্বই সহ ভারতের চারটি শহর সংলগ্ন উপকূলবর্তী এলাকা সমুদ্রের নিচে চলে যাবে। রিপোর্ট বলছে, সুন্দরবনের প্রায় পুরোটাই তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নভি মুম্বইয়ের প্রায় পুরোটাই ভেসে যেতে পারে। অন্যদিকে কলকাতার মতনই হাল হবে কটকের। অর্থাৎ মাত্র ৯ বছরের মধ্যেই কলকাতার খুব কাছ দিয়েই বইতে পারে সাগরের পানি।

এই ভয়ংকর ভবিষ্যতের জন্য বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করছেন গবেষকেরা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু প্রদেশের বরফ গলছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ভারতের বেশকিছু শহর পানির তলায় যাবে বলে সম্ভাবনা। বিশেষজ্ঞ মহলের দাবি, যদি এই মুহূর্তে বিশ্বের গ্রীন হাউজ গ্যাস নির্গমন কমানো হয় তাহলে ২০৫০ সাল নাগাদ এই গ্যাস নির্গমন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তবে এর ফলে পুরোপুরি বিশ্ব উষ্ণায়ন বন্ধ হয়ে যাবে না। বরং ১.৫ ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা। তারপর তাপমাত্রা কমলে ও তার আগেই গলে যাবে বরফ। বাড়বে বৃষ্টিও। এতে গোটা বিশ্বজুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।

বৃষ্টিপাতের পরিমাণ বর্তমানে বেড়েছে। আর সেই কারণেই বেড়েছে বন্যা। এদিকে তাপমাত্রা বাড়ায় স্থলভাগের জল বাষ্পীভূত হচ্ছে দেশে। এর জেরে বেড়েছে খরা। ২০৪০ সালের মধ্যে ভারতীয় এর গুরুতর প্রভাব পড়বে এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই।