Home First Lead তাহিরপুরে ঝাড়ুহাতে বালি ওপাথর শ্রমিকদের বিক্ষোভ

তাহিরপুরে ঝাড়ুহাতে বালি ওপাথর শ্রমিকদের বিক্ষোভ

বালি ওপাথর শ্রমিকদের বিক্ষোভ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: সুনামগঞ্জ জেলার  তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার বালি  ও পাথর শ্রমিক শুক্রবার দুপুরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে। তাহিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ।

মাহারাম, লাউড়েরগড়, শাহিদাবাদ, বারিকটিলা, বড়গোপটিলা, মুদেরগাও, সুহালা, মিয়ারচরসহ বিভিন্ন গ্রামের এসব শ্রমিক বিক্ষোভ মিছিল শেষে তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বলা হয়: যাদুকাটা নদীর শ্রমিকদের কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে মহালটি বন্ধ করে দেওয়ার বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করে শ্রমিকদের অন্যায় ভাবে হয়রানি করা হচ্ছে।  মহালটি বন্ধ থাকায় দুটি উপজেলার লক্ষাধিক শ্রমিক দীর্ঘ ২ বছর ধরে বেকার হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করেছেন। সম্প্রতি মহালটি চালু হওয়ায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।  সমাবেশে বক্তারা আরও বলেন, যাদুকাটা নদীর বালিমহাল বন্ধ করে দেয়া  হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুস সাত্তার, আব্দুল জলিল, মনাই মিয়া, আলী হোসেন প্রমুখ।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ৯ কোটি ৭২ লাখ টাকায় তাহিরপুর উপজেলার এ বালুমহালটি ইজারা দিয়েছে।