Home চেম্বার হবিগঞ্জ চেম্বার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

হবিগঞ্জ চেম্বার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

কেউই মনোনয়ন পত্র সংগ্রহ করেননি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের কার্যনিবাহী কমিটির নির্বাচনের একটি মনোনয়নপত্রও বিক্রি হয়নি।

আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা । বুধবার ছিল নির্বাচন প্রক্রিয়ার ৪র্থ ধাপ মনোনয়ন বিক্রির তারিখ। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বিক্রির সময় সীমার মধ্যে কেউ মনোনয়নপত্র ক্রয় না করায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক (বাণিজ্য সংগঠক) বরাবরে এক চিঠিতে নির্বাচনী বোর্ডের নিরপেক্ষতা হারিয়ে ফেলার অভিযোগ এনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার আবেদন জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ না করে একটি পক্ষের প্রতিনিধি হয়ে মনগড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যার প্রেক্ষিতে আপিল বোর্ডের ২জন সদস্য অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ও এম এ সালাম গত ৩ অক্টোবর পদত্যাগ করেন।

তিনি আরো উল্লেখ করেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাকিল মোহাম্মদ নিজেই জালিয়াতি কাগজের মাধ্যমে সদস্যপদ গ্রহণ করেন। যা আইনত দণ্ডনীয়। তার ধারণা অনেক বৈধ ভোটারকে বাদ দিয়ে তালিকায় অনেক নতুন ভোটারকে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিতর্কিত ভোটার তালিকা দিয়ে হবিগঞ্জ চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

মোতাচ্ছিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমানে ৫৬৪ জন অর্ডিনারি ও ২৪৯ জন অ্যাসোসিয়েট সদস্য রয়েছেন। কিন্তু নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ ১১২ জন বৈধ সদস্যকে বাদ দিয়ে সদস্যপদ নবায়ন করেননি এমন লোকজনকে ভোটার তালিকায় সংযুক্ত করেছেন।

অপরদিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হওয়ায় হবিগঞ্জ চেম্বারের বর্তমান কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচনের সময় আরো ২ মাস বৃদ্ধি করার জন্য নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ গত ৪ নভেম্বর পরিচালক বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এর কোনো জবাব এখনো আসেনি।