Home অন্যান্য আবারও কেঁপে ওঠলো চট্টগ্রাম

আবারও কেঁপে ওঠলো চট্টগ্রাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম। আবারও কেঁপে ওঠলো চট্টগ্রাম। শুক্রবার ভোরের পর শনিবারও ভূমিকম্পে জনমনে আতংক তৈরি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরসূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ২ । কেন্দ্রস্থল রাজধানীর আগারগাঁওয়েল সিসমিক সেন্টার থেকে ৩১৮ মাইল দক্ষিণ-পূর্বে মায়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকেরটার উৎপত্তিস্থল সেই একই এলাকার কাছাকাছি।

কোনরূপ ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।