বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রামে চিনি, সার ও বেভারেজ শিল্পে বিনিয়োগ করছে সৌদি কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস। বাংলাদেশের দীপন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে চট্টগ্রামে যৌথভাবে এই বিনিয়োগ করবে কোম্পানিটি।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস বাংলাদেশে ১৫০ কোটি ডলার (১২ হাজার ৭৫০ কোটি টাকা) বিনিয়োগ করবে। কোম্পানিটি যৌথভাবে দেশের দুটি কোম্পানিতে এ বিনিয়োগ করবে বলে জানান তিনি।দীপন ইঞ্জিনিয়ারিং ছাড়া তারা তিতাস এন্টারপ্রাইজের সাথে গড়ে তুলবে সিমেন্ট কারখানা।
গত বছর দৈনিক ৩ হাজার টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে যৌথভাবে বড় আকারের সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয় সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস। ভারত থেকে লাইমস্টোন এনে এই সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার কথা ছিল, যেখানে ৭০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে সে সময় বিসিআইসি জানিয়েছিল। এছাড়া গত বছর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের (জেমকো) সঙ্গেও ৩ কোটি ৫০ লাখ ডলারের বিনিয়োগ চুক্তি করে সৌদি আরবের এই কোম্পানিটি।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সৌদি আরবের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান সৌদি পরিবহনমন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের। সে সময় তিনি বলেন, সৌদি আরবের কিছু প্রধান কোম্পানি নির্মাণ ও বিদ্যুৎ খাতে খুব ভালো কাজ করছে। ৩০টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় আলোচনা সভায় বঙ্গবন্ধু শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিনিয়োগ প্রস্তাবনা, শিল্প স্থাপনা, বেজা থেকে প্রদত্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও পরিষেবা ব্যবস্থাপনা সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন বেজার কর্মকর্তারা। সৌদি মন্ত্রী বেজার কার্যক্রমের প্রশংসা করেন এবং পরিকল্পিত শিল্পনগর গড়ে তোলার পেছনে বর্তমান সরকারের উদ্যোগের জন্য সাধুবাদ জানান। এছাড়া সৌদি আরব বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী এবং বেজার এ অগ্রযাত্রা তিনি সরকারকে অবহিত করবেন বলেও জানান।