Home First Lead বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র সফল বৈঠক

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র সফল বৈঠক

ছবি সংগৃহীত

বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির বন্ডের বিনিয়োগকে অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট মূল্যকে (ক্রয় মূল্য) বিবেচনায় নিয়ে বিনিয়োগ সীমা গণনা করা হবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি )একসাথে কাজ করবে।

বিএসইসি সদস্য ড. শেখ শামসুদ্দিন আহমেদ এই তথ্য জানিয়ে বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির বন্ডের বিনিয়োগকে অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট মূল্যকে (ক্রয় মূল্য) বিবেচনায় নিয়ে বিনিয়োগ সীমা গণনা করা হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বিএসইসির বৈঠকশেষে এই তথ্য জানান তিনি। বৈঠকে তিনি ও বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান এবং  কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, অফ সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। আজকের আলোচনার প্রেক্ষিতে সামনে আরও আলোচনা হবে।’