বিজনেসটুডে২৪ ডেস্ক
আর্য পারমানার। ১০ বছর বয়সে ১৫০ কেজি ওজন নিয়ে বিশ্বের সবচেয়ে স্থূলকায় কিশোর হিসেবে সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। ৪ বছরে ৮৭ কেজি ওজন কমিয়ে আবার বিশ্বের সবার নজর কাড়লো।
আর্য পারমানার ২০১৬ সালে বয়স ছিল ১০ বছর। আর ওজন ছিল ১৫০ কেজি। কিন্তু এখন চিকিৎসার পরে ইন্দোনেশিয়ার এই কিশোর ১৫০ কেজি থেকে ৮৭ কেজি ওজন ঝরিয়েছে।
৪ বছরে ৮৭ কেজি ওজন ঝরানোটা সহজ ছিল না। তবে কোনও অস্ত্রোপচারের সাহায্য নেয়নি আর্য। শুধুমাত্র ডায়েট আর ব্যয়ামেই বাজিমাত করেছে। একেবারেই সহজ ছিল না এই পদ্ধতি।
একটা সময়ে ওঠা-বসা করাটাই ছিল কঠিন। প্রথমে তাই শুধুমাত্র ওঠা-বসা আর পাঞ্চিং দিয়ে শুরু হয়েছিল আর্যর ওয়ার্ক আউট। একটু একটু করে বেড়েছে ব্যায়াম। এখন লোহাও তোলে আর্য।
একেবারে ছোটবেলায় অবশ্য এমন চেহারা ছিল না আর্জ পারমানা। ২০১৪ সাল থেকে এমন চেহারা হতে শুরু করে। তখন ৮ বছর বয়স। লাফিয়ে লাফিয়ে ওজন বাড়তে শুরু করে আর্যর। ২০১৬-সালে নজর পরে গোটা বিশ্বের। তারপরই ইন্দোনেশিয়া সরকার আর্যর চিকিৎসার দায়িত্ব নেয়।
তবে এতটা রোগা হওয়ার ক্ষেত্রে আর্যর ইচ্ছাই ছিল সব থেকে বেশি কার্যকর। তার প্রশিক্ষক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি শুধুই সাহায্য করেছেন, মূল কাজটা করেছে আর্য।