Home অন্যান্য মিস ইউনিভার্সের নানা তথ্য

মিস ইউনিভার্সের নানা তথ্য

ব্রহ্মান্ড সুন্দরী

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইতিহাস গড়ে ২১ বছর পর খেতাব জিতলেন ভারতীয় তনয়া। ২০২০ সালের প্রাক্তন মিস ইউনির্ভাস মেক্সিকোর অ্যান্ড্রেয়া মেজ মুকুট পরালেন ভারতের হরনাজ কৌর সান্ধুকে।

দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য

১. ২০১৭ সালে টাইমস ফ্রেস ফেস প্রতিযোগিতার হাত ধরে হারনাজ তাঁর মডেলিং কেরিয়ার শুরু করেন। এই মুহূর্তে হারনাজ স্নাতকোত্তরে পড়ছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে।

হরনাজ কৌর সান্ধু। ছবি সংগৃহীত

২. পঞ্জাবে জন্ম ও বেড়ে ওঠেন তিনি। চণ্ডীগড়ে শিবালিক পাবলিক স্কুল এবং স্নাতক গভর্নমেন্ট কলেজ ফর গার্লসে পড়াশোনা করেছেন হরনাজ সান্ধু।

৩. মাত্র ১৭ বছর বয়সে প্রতিযোগিতায় যোগ দেন তিনি। মিস চণ্ডীগড় ২০১৭ এবং মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া ২০১৮-এ খেতাব জিতেছিলেন।

৪. ২০১৯ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব খেতাব জিতেছিলেন। এরপরে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়ার শীর্ষ ১২তে ছিলেন।

৫. এবার তিনি ৭০তম মিস ইউনিভার্সের খেতাব জেতেন। বর্তমানে হারনাজ সান্ধু নিউইয়র্কে থাকবেন এবং বিশ্বব্যাপী বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।