বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নোয়াখালী: বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন।
এ মামলায় ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরে স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলার থেকে অব্যাহতি দিয়ে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে স্থানীয় দেলোয়ার হোসেন ওরফে দেলু তার সাঙ্গপাঙ্গ নিয়ে গৃহবধূকে নির্যাতন করে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ করে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় অভিযুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।