বিজনেসটুডে২৪ ডেস্ক
ফেস-মাস্ক নয়। নাক-মুখ সাঁটা টকটকে লাল থং দিয়ে। এভাবেই মহিলাদের অন্তর্বাস মাস্কের মতো মুখে সেঁটে বিমান সফর করেছেন এক যাত্রী। আর সে নিয়েই এখন সোশ্যাল মিডিয়া সরগরম। তাঁর কীর্তি রীতিমতো ভাইরাল নেট মাধ্যমে।
এমনই আজব এক যাত্রীর দেখা মিলেছে আমেরিকায়। ব্যাপারটা কী? ফ্লোরিডার বাসিন্দা ৩৮ বছরের অ্যাডাম জেন মাস্কের বদলে মহিলাদের থং বা অন্তর্বাস মুখে পরে বিমানে উঠে পরেছিলেন। মাস্কের বদলে নাক-মুখে মহিলাদের অন্তর্বাস পরে থাকতে দেখে চোখ কপালে উঠেছিল সহযাত্রীদের। এমন বিদঘুটে কাণ্ড কারখানা দেখে হইহই করে ছুটে এসে ধমক ধামক করেছিলেন বিমান কর্মীরা। তবে কোনও ঝামেলার মধ্যে যাননি অ্যাডাম। অন্তর্বাসও খোলেননি মুখ থেকে। তবে বিমান থেকে নেমে গিয়েছিলেন তিনি।
আসলে ব্যাপারটা অন্য। অ্যাডাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানে সারাক্ষণ মাস্ক পরে থাকা নিয়ে খুব কড়াকড়ি করা হচ্ছে। খাওয়ার সময়টুকু বাদ দিলে সবসময় মাস্কে নাক-মুখ ঢেকে রাখা খুবই অস্বস্তিজনক। এর প্রতিবাদ করতেই তিনি মাস্কের বদলে থং পরে বিমানে উঠেছিলেন।
অ্যাডামের দাবি, এর আগেও অন্তত ১২ বার এইভাবেই সফর করেছেন তিনি। কিন্তু কখনও তাঁকে বাধা দেওয়া হয়নি। কোভিডের নিয়ম মানতে হবে তা ঠিকই, তবে অতিরিক্ত বাড়াবাড়ি তাঁর কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাই অন্তর্বাস মুখে সেঁটে তিনিও অযৌক্তিক আচরণ করে প্রতিবাদ জানিয়েছেন।
বিমানে ওঠা আপাতত নিষিদ্ধ অ্যাডামের জন্য। তবে তাঁর প্রতিবাদ জানানোর অভিনব কায়দাকে সমর্থন করেছেন অনেকেই।