Home First Lead ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৩৮০০ ফ্লাইট বাতিল

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৩৮০০ ফ্লাইট বাতিল

বিজনেসটুডে২৪ ডেস্ক

ওমিক্রন করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচলে বিপর্যয় তির হয়েছে। শুক্র ও শনিবার দু’দিনে কমপক্ষে ৩৮০০ ফ্লাইট বাতিল হয়েছে।

 খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে ঘরে ফেরা মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটের তথ্যমতে, বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো বলেছে, বড়দিন উপলক্ষ্যে তারা স্টাফ সংকটে ভুগছে। বিশেষ করে ফ্লাইট ক্রুদের করোনা পজেটিভ অথবা জোরপূর্বক আইসোলেশনে পাঠানোর কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি সরাসরি তাদের ফ্লাইট ক্রুদের ওপর প্রভাব ফেলেছে। যারা অপারেশনে যুক্ত তারাও একই অবস্থায়।
ওদিকে আফ্রিকার যে আটটি দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র তা প্রত্যাহার করতে যাচ্ছে আগামী ৩১শে ডিসেম্বর। এ বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজের সূত্র।