Home নির্বাচন আওয়ামী লীগের ২২ বিদ্রোহী প্রার্থী আজীবন বহিষ্কার

আওয়ামী লীগের ২২ বিদ্রোহী প্রার্থী আজীবন বহিষ্কার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চাঁদপুরঃ ফরিদগঞ্জে আওয়ামী লীগের ২২ জন বিদ্রোহী প্রার্থীদের আজীবন বহিষ্কার করা হয়েছে। এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২২ জন আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করলো চাঁদপুর জেলা আওয়ামী।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন : ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির খান বাবু, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বুলবুল আহাম্মেদ, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফায়েল ইসলাম পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সর্দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ৯নং গোবিন্দপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ মো. শাহ্ আলম, আওয়ামী লীগ নেতা এমরান হোসেন মিলন, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা এমরান হোসেন ভূঁইয়া, ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নূরে আলম পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরনবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আব্দুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, আওয়ামী লীগ নেতা নূরের রহমান সুমন, ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, আব্দুল কাদের খোকন, সাবেক সদস্য উপজেলা যুবলীগ জহিরুল ইসলাম।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার কতিপয় ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের প্রেরিত চিঠির আলোকে দলের গঠনতন্ত্র মোতাবেক দলীয় সকল পদ থেকে তাদেরকে আজীবন বহিস্কার করা হলো। এ অবস্থায় বহিষ্কৃতরা দলের কোন পদ-পদবি পরিচয় ব্যবহার করতে পারবে না।