Home নির্বাচন ৯৩ ভোট পেলেন নৌকা প্রার্থী, জামানত বাজেয়াপ্ত

৯৩ ভোট পেলেন নৌকা প্রার্থী, জামানত বাজেয়াপ্ত

‘নৌকা ‘ প্রার্থী

 মো জহুরুল ইসলাম, নীলফামারী: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯৩ ভোট। ইউপির ৯টি কেন্দ্র মিলিয়ে তিনি এই ভোট পান। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জামানত হারানো ওই প্রার্থীর নাম মোছাঃ হাসিনা বেগম। রবিবার নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃমাসুদ রানা বাবু (পাইলট) মোটরসাইকেল মার্কায় ৭৪০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃজুয়েল রানা (সতন্ত্র) আনারস মার্কায় ৬৯৭৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কাশেম আলী হাতপাখা মার্কায় ২২৬,মোঃমাহফুজ রেজা (স্বতন্ত্র) টেলিফোন মার্কায় ৭৬ ভোট পান।
এদিকে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে এতো কম ভোট পাওয়ায় নৌকার প্রার্থীকে নিয়ে ট্রল চলছে। নৌকার এমন বিপর্যয় নিয়ে মুখরোচক আলোচনায় মেতে উঠেছে কেউ কেউ। খোদ দলের নেতাকর্মীদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।সমালোচনা হচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়েও।