বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বিদেশি কর্মীদের রেমিটেন্স পাঠানো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের আয়ের সবটাই ব্যাংকিং চ্যানেলে দেশে নিয়ে যেতে পারবেন।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত যেকোনো বিদেশি কর্মী তার নিট আয়ের ৮০ শতাংশ অর্থ বছরের যেকোনো সময় তার নিজ দেশের স্বজনদের কাছে পাঠাতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ।
সার্কুলারে আরও বলা হয়, বিদেশি কর্মীদের আয়ের বাকি ২০ শতাংশও যদি সঞ্চয় হিসাবে থেকে যায়, সেই টাকাও তারা ব্যাংকিং চ্যানেলে নিজেদের দেশে পাঠাতে পারবেন। তবে এই টাকাটা মূলত অর্থবছর বা করবর্ষ শেষে কর দেওয়া সাপেক্ষে পাঠানো যাবে। এ ধরনের সুযোগ এতদিন ছিল না।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সুবিধা দেওয়ার ফলে এখন ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠানো বাড়তে পারে। ভারতের কর্মীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতেই বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিচ্ছে।
ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিক বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এদের সংখ্যা কত এবং এরা বছরে কত টাকা তাদের দেশে পাঠাচ্ছে (বহির্মুখী রেমিট্যান্স) তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। বিভিন্ন গবেষণা সংস্থা বিভিন্ন দেশের সংবাদ ও গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে বলছে, বাংলাদেশ যে পরিমাণ রেমিট্যান্স বিদেশ থেকে পায় তার প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ আবার চলেও যায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিদেশি কর্মীরা খুবই নগণ্য পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠায়। তাদের ধারণা, বাংলাদেশে ভারতীয় কর্মীর সংখ্যা বেশি। এদের একটি বড় অংশ দুই-তিন মাস পরপর বাড়িতে যাওয়ার সময় সঙ্গে করে নগদ ডলার নিয়ে যায়। এ কারণে ব্যাংকে রেমিট্যান্স পাঠানোর লেনদেন কম।