Home First Lead ‘নৌকা’র বিদ্রোহী প্রার্থী ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

‘নৌকা’র বিদ্রোহী প্রার্থী ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

 

কক্সবাজার জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে হানিফ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার:  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং যেসব দলীয় নেতা তাদের সহযোগিতা করেছেন তাঁরা দলীয় পদে থাকতে পারবে না। তাদের বিষয়ে দল কঠোর সিদ্ধান্ত নেবে।

(২৯ ডিসেম্বর) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার কক্সবাজারে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সভায় আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ সংগঠনের সকল বিষয়ে তাদের মতামত কেন্দ্রীয় নেতাদের সামনে উপস্থাপন করতে পারবেন। তাদের সকল মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, দলীয় সংসদ সদস্যদের সাথে কর্মীদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে। কর্মীদের সাথে ইতিপূর্বে সংসদ সদস্যদের কোনরূপ দুরত্ব সৃষ্টি হয়ে থাকলে সংসদ সদস্যবৃন্দ তা দ্রুত নিরসন করবেন। তিনি যে সকল ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেসব ইউনিয়নে সম্মেলন সমাপ্ত করার নির্দেশ প্রদান করেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।