বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চলতি বছরে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছিল উত্থান দিয়ে। আবার বছরের শেষ কার্যদিবসেও লেনদেন শেষ হয়েছে উত্থান দিয়ে।
এ বছরে লেনদেন শুরু হয়েছিল ৩ জানুয়ারি।সেদিনও শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। আর বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর শেষ কার্যদিবসেও লেনদেন শেষ হয়েছে উত্থান প্রবণতায়।৯২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বুধবারের চেয়ে ১৮৬ কোটি ৪৪ লাখ টাকা অধিক। ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল বুধবারে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫০ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৫৬.৬৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট বা ০.২৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১০.২৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩১.১২ পয়েন্ট এবং দুই হাজার ৫৩২.৫৮ পয়েন্টে। ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ১৭৮টির দর বেড়েছে। আর দর কমেছে ১৪৯টির। ৫০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৬.০৭ পয়েন্টে। সিএসইতে ৫৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।