মহিউদ্দিন ভোলা
ভোলা: টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গনে চার (০৪) দিনব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, ভোলা ও জেলা সরকারি গণগ্রন্থাগার এই মেলার আয়োজন করেছে। উদ্বোধন করেন মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসকও মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।
মেলায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, শিক্ষা অফিস, স্বাস্থ্যবিভাগ, শিশু একাডেমি,মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অফিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, সরকারি গ্রন্থাগারসহ ১৭ টি স্টল বসছে।