বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি )তে ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ কর্ণারে ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-তে এই কর্ণার স্থাপন করা হয়েছে।
বিএসসি ভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্ণারের উদ্বোধন করা হয় । এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এতে বিএসসি’র মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবদানের বিষয়টিও অর্ন্তভুক্ত আছে। এছাড়া মুক্তিযুদ্ধ কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও থ্রি-ডি ম্যুরাল; ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শিরোনাসসহ ছবি; ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শিরোনামসহ ছবি; ৭ মার্চ এর ভাষণের শিরোনামসহ ছবি; স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের শিরোনামসহ ছবি; এলইডি টিভির মাধ্যমে ৭ মার্চের ভাষণ ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষণসমূহ লাইভ শো; পাকিস্থানী বাহিনীর আত্মসমর্পন দলিল; বিএসসি প্রতিষ্ঠার দলিল (পি.ও. ১০-১৯৭২); মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সম্বলিত ৭০টি বইয়ের একটি লাইব্রেরি; বিএসসি’র প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীদের ছবি ও সংক্ষিপ্ত বিবরণ; মুক্তিযুদ্ধ কর্ণারকে আকর্ষনীয় করার জন্য শো-পিস স্থাপন এবং কিউআর কোডের মাধ্যমে প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।