Home First Lead পছন্দের কলেজে সুযোগ পাবে না বিপুল শিক্ষার্থী

পছন্দের কলেজে সুযোগ পাবে না বিপুল শিক্ষার্থী

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা সদ্য এসএসসি উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী এবার তাদের পছন্দের মানসম্মত কলেজে ভর্তি হতে পারবে না। শেষ পর্যন্ত তাদেরকে পড়তে হবে সাধারণ কলেজে।

অনুসন্ধানে জানা যায়, যেহারে জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে সেহারে বৃদ্ধি পায়নি মানসম্মত কলেজের সংখ্যা। তাই বহু শিক্ষার্থীকে সাধারণ কলেজে ভর্তি হতে হবে।

জিপিএ চালু হওয়ার প্রথম বছরে ২০০১ সালে জিপিএ-৫ পেয়েছিল ৭৬ শিক্ষার্থী। আর ২০২০ সালে সে সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯৮।এবার মোট শিক্ষার্থী পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। অধ্যয়নের জন্য সিট রয়েছে ২৩ লাখ।

ভালো ফল করা শিক্ষার্থীদের পছন্দের ক্ষেত্রে প্রায় দুইশ’র মতো প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয়া হয়। এসব কলেজে আসন রয়েছে প্রায় এক লাখের মতো।

ব্যান বেইসের হিসাব অনুযায়ী আগের বছরের পছন্দ তালিকার ১৮৩টি কলেজের মধ্যে ঢাকা বিভাগে ৭৫টি, রংপুর বিভাগে ৩২টি, বরিশাল বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৭টি, চট্টগ্রাম বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ২৩টি।

এবারের ফলে জিপিএ-৫ পেয়েছে অধিকাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৫৩১ জন শিক্ষার্থী। ফলে মানসম্মত প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের বাইরের অনেক শিক্ষার্থী জিপিএ-৫ না পেয়েও পাবে অধ্যয়নের সুযোগ।

৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন। আর ২ মার্চ শুরু হবে একাদশের ক্লাস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আমরা চেষ্টা করছি সব কলেজকে একটা মানে আনতে। এজন্য কিছু সময়তো লাগবেই। জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিযোগিতাও বাড়বে। আমাদের পরিকল্পনা অনুযায়ী কলেজগুলোকে মানসম্মত করতে পারলে ভবিষ্যতে আর এই সমস্যাগুলো থাকবে না।