মন্জুর মোর্শেদ রাজা,নীলফামারী : জলঢাকায় ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। শনিবার প্রথমদিনে ৩১৫০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্বাবধানে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ভ্যাকসিন দেয়া হচ্ছে।
শনিবার সকালে আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ফারিয়াত জাহান মিমকে টিকা দেয়ার মধ্য দিয়ে সূচণা হয় কর্মসূচির। আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, মেডিকেল অফিসার ফিরোজ হাসান খান, আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।