Home কলকাতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কলকাতা: প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত। আইসোলেশনে আছেন তিনি।  উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান তিনি। মঙ্গলবারই সেই রিপোর্ট আসে। আর তাতেই করোনা আক্রান্তের খবর মেলে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় বইমেলার উদ্বোধনে গত ২ জানুয়ারি মালদহ গিয়েছিলেন । সেখান থেকে ফেরার পরই সর্দি, কাশি, শরীর দুর্বল ইত্যাদি উপসর্গ দেখা যায়। যার জেরে সোমবারই করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্টে করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। যদিও বাড়িতেই বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এমনকি বর্তমানে তাঁর শরীরের অসুবিধার কথাও কথাও জানান তিনি। সর্দি, কাশি, দুর্বলতা ও স্বাদহীনতায় ভুগছেন তিনি। তবে জ্বর বা শ্বাসকষ্টজনিত অসুবিধা নেই।

অন্যদিকে, করোনা আক্রান্ত হন সঙ্গীত জগতের অন্য এক মহারথী লতা মঙ্গেশকর। বর্তমানে তিনি আইসিইউ ভর্তি আছেন। যদিও উপসর্গ তেমন কিছু নেই তাঁর।