Home Third Lead বিরামপুরে দেড়হাজার শিক্ষার্থী করোনার টিকা পেল

বিরামপুরে দেড়হাজার শিক্ষার্থী করোনার টিকা পেল

সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলায় ১২ থেকে ১৭ বয়সী  স্কুল শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার(১২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার দিওড় ইউনিয়নের   বেপারীটোলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ।
এসময় উপস্থিত ছিলেন বেপারীটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কাফি, ঝানজার মাদ্রাসার সুপার মৌঃমোঃ ওয়াহেদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বেপারীটোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ ওহাব মিয়া,স্থানীয় ইউপি সদস্য মোঃ এখলাছুর রহমানসহ প্রমুখ।
প্রথম দিনে বেপারীটোলা  সেন্টারে দেড় হাজার শিক্ষার্থীকে এই টিকা প্রদান হয়।
উপজেলার ইউনিয়ন স্বাস্থ্যকর্মী দেলোয়ার হোসেন জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
প্রথম দিনে বেপারীটোলা  উচ্চ বিদ্যালয়, কোচগ্রাম উচ্চ বিদ্যালয়, কানিকাঠাল দাখিল মাদ্রাসা , বেপারীটোলা দাখিল মাদ্রাসা,  ঝানঝার দাখিল মাদ্রাসার, চড়াইভিটা মাদ্রাসা, গোলাপগঞ্জ  উচ্চ বিদ্যালয় ও শিয়ালা উচ্চ বিদ্যালয়ের নবম,দশম  ২০২২ সালের এসএসসি/ দাখিল পরিক্ষার্থীদের প্রথম পর্যায়ে ফাইজারের টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানে এই টিকা দ্রুত দেওয়া হবে।