Home সারাদেশ এক পশলা বৃষ্টিতে কৈমারী বাজারে জলাবদ্ধতা

এক পশলা বৃষ্টিতে কৈমারী বাজারে জলাবদ্ধতা

মন্জুর মোর্শেদ রাজা, নীলফামারী :  জলঢাকা উপজেলার  কৈমারী বাজারে প্রধান সড়ক ও কেন্দ্রীয় মসজিদ সড়ক ও চার রাস্তার মোড়ে সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি  জমে থাকায় মসজিদে যাওয়ার সময় মুসল্লীদের সমস‍্যায় পড়তে হচ্ছে।
প্রধান  রাস্তাটি পানিতে কর্দমাক্ত হওয়ায় মোটরবাইক দূর্ঘটনা প্রায়ই ঘটছে। যানবাহন, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। জলাবদ্ধতার কারণে রাস্তার কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়,  বুধবার(১২ জানুয়ারী) পৌষের রাত ৯ টায় মাত্র ১০ মিনিটের সামান্য বৃষ্টিতে বাজারের প্রধান রাস্তা ও কৈমারী মাদ্রাসা ঢালাই সড়ক পর্যন্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তার কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সড়কে অটো বাইক, পণ্যবাহী ট্রাক, পিকআপ ও মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এছাড়াও সড়কের দুই পার্শ্বে শতাধিক দোকানের মালিকদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রধান সড়কে ড্রেনেজ ব‍্যবস্থা থাকলেও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় দূর্গন্ধযুক্ত ময়লা পানি উপচে পড়ছে এ রাস্তায়।  ময়লা পানির কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের স্বাভাবিক চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ব‍্যবসায়ী মো. গোলাম রব্বানী , উকিল দেবনাথ, সুমন্ত কুমার,হোটেল ব‍্যবসায়ী রশিদুল ইসলাম, মসজিদ রোডের চার রাস্তার মোড়ের বিশিষ্ট‍্য ব‍্যবসায়ী খাইরুল আলম মোড়ল   বলেন, আলীম মাদ্রাসা রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে ঢালাই করা সড়কটি পানিতে তলিয়ে যায়, গর্তের সৃষ্টি হয় ও এতটাই কর্দমাক্ত হয়ে থাকে যে মসজিদে যেতে কঠিন সমস‍্যার সম্মুখীন হতে হয়।পানি নিষ্কাশনের জন‍্য জরুরী ভিত্তিতে ব্যবস্থা না নিলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বাজারের ব‍্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রূত রাস্তার পানি  নিষ্কাশনের ব‍্যবস্থা করার দাবি জানান।