Home চট্টগ্রাম সড়কে গেটবার, দমকলের গাড়ি পৌঁছতে বিলম্ব

সড়কে গেটবার, দমকলের গাড়ি পৌঁছতে বিলম্ব

ভোররাতে আগুনের পেটে ৮ লাখ টাকার সম্পদ

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে:  উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ মাইজগাঁও এলাকায় আব্দুল মোনাফ মিয়াজী বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮কক্ষ বিশিষ্ট ২টি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৫ জানুয়ারি) ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ পরিবার। ক্ষতিগ্রস্তরা হলেন, মাওলানা আবুল হোসাইন,  রেজাউল করিম প্রমুখ।
মাওলানা আবুল হোসাইন জানান, শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। মুঠোফোন, আসবাবপত্র, দলিলপত্র, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং রান্নাঘর সহ ৮ টি কক্ষ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি টিম আসে কিন্তু রাস্তায় গেটবার থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।