Home বিনোদন ৭ম লোকসংস্কৃতি উৎসব কাল

৭ম লোকসংস্কৃতি উৎসব কাল

চট্টগ্রাম:

আগামীকাল ৭ ফেব্রুয়ারী শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম এর অনিরুদ্ধ মুক্তমঞ্চে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ৭ম লোকসংস্কৃতি উৎসব ২০২০। অস্তিত্বের সন্ধানে, শিকড়ের টানে এই শ্লোগানকে নিয়ে ৭ম বারের মতো ৭ ও ৮ ফেব্রুয়ারী শুক্র ও শনিবার সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে দুই দিনব্যাপী ৭ম লোকসংস্কৃতি উৎসব ২০২০ অনুষ্ঠিত হচ্ছে।

কাল বিকেল ৩.৩০টায় ওডিসি এন্ড টেগর ডান্স মুভমেন্ট এর শিল্পীদের উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে উৎসবের শুভারম্ভ হবে। বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি  থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

সভাপতিত্ব করবেন ৭ম লোক সংস্কৃতি উৎসব প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

আলোচনা সভা শেষে বিকাল ৫টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকছে প্রমা অবন্তীর পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করবেন ওডিসি এন্ড টেগর ডান্স মুভমেন্ট এর শিল্পীরা। এরপর থাকবে জয় সেন হিরো ও ববি মনি এর পরিবেশনায় চট্টগ্রামের আঞ্চলিক গান,  বিশিষ্ট মাইজভান্ডারী শিল্পী সৈয়দ মানিকের পরিবেশনায় মাইজভান্ডারী গান। বাউল গান পরিবেশনা করবেন আরশিনগর সংগীত একাডেমি, কুষ্টিয়ার শিল্পীবৃন্দ।
উৎসবের ১ম দিন বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদকে উৎসর্গ করা হয়েছে ।
এছাড়াও আগামীকাল উৎসবের ১ম দিন সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর পরিচালক প্রণব মিত্র চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এইচ.এম সোহেল।
সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু ও নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব এক যুক্ত বিবৃতিতে ৭ম লোক সংস্কৃতি উৎসব সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।- সংবাদ বিজ্ঞপ্তি