বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: রামগড় স্থল বন্দরের ভূমি অধিগ্রহণের টাকা বিতরণে অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা প্রশাসনের এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একইসাথে অতিরিক্ত অধিগ্রহণের টাকা ফেরত দেওয়ার জন্য দু’জনকে চিঠি দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আলিম উল্যাহ জানান, মাইকেল হালদার ও ফিলিপস হালদার দুই ভাই জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে অতিরিক্ত টাকা উত্তোলন করেছেন। ওখানে তাদের চাচাতো ভাই সায়মন হালদারের অংশ রয়েছে। বিষয়টি আমি নিজেই তদন্ত করছি। এ জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় এল এ শাখার কর্মচারী বীরু লাল চাকমাকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ফিলিপস হালদার বলেন, আমরা আমাদের টাকা উত্তোলন করেছি। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের একাধিকবার শুনানি হয়েছে।
সায়মন হালদার জানান, রামগড় স্থলবন্দরের ভূমি অধিগ্রহণে আমাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি।
উল্লেখ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আলিম উল্যাহ ৯ জানুয়ারি ইস্যুকৃত এক চিঠিতে মাইকেল হালদার ও ফিলিপস হালদারকে ৭ কার্যদিবসের মধ্যে অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দিয়েছেন। অন্যথায় বিধি মোতাবেক মামলা রুজু করা হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।